ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জিব কুমার সরকার এ বরাদ্দ দেন।

উপজেলা আওয়ামী লীগের প্রার্থী শাহিনা বেগম নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী ফখরুজ্জামান মতিন যথারীতি ধানের শীষ।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর জগ, আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর নারিকেল গাছ, সোলায়মান হক কম্পিউটার ও এম. নুরুজ্জামান মোবাইল প্রতীক পান।  

উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জিব কুমার সরকার জানান, ১২ নভেম্বর বকশীগঞ্জ উপজেলায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ২৭ নভেম্বর মনোনয়ন জমা দেওয়া শেষ দিনে ৮৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়। এর মধ্যে দুই জন সাধারণ কাউন্সিল প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজন মনোনয়ন প্রত্যাহার করেন।

প্রতীক বরাদ্দের শেষ দিনে ৬ জন মেয়র, ২১ জন মহিলা কাউন্সিলর ও ৫৮ জন কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ২৮ ডিসেম্বর এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।