ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন-সমাবেশ কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন-সমাবেশ

বরিশাল: কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে ‘সচেতন বরিশালবাসী’ ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচির পালন করা হয়।

মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, উন্নয়ন সংগঠন সেন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির কবীর, শিক্ষক নেতা দাশ গুপ্ত আশীষ কুমার, শুভংকর চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সুশান্ত ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোস, সচেতন নাগরিক কমিটির প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ উদ্দিন, উন্নয়ন সংগঠন কর্মী সিরাজুল ইসলাম, হাসিনা বেগম নীলা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কোচিং বাণিজ্যের ফলে বর্তমান শিক্ষাব্যবস্থা হুমকির মুখে। অভিভাবকরা যেমন সর্বশান্ত হচ্ছেন, তেমনি শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। শিক্ষার কোনো অধিকার নেই, শিক্ষা আজ পণ্যে পরিণত হয়েছে। জিপিএ-৫ এর সংখ্যা বাড়লেও বাড়েনি সুশিক্ষার হার।

বক্তারা আরও বলেন, কোচিং বাণিজ্যের ফলে শিশুরা আজ স্বাভাবিক জীবন-যাপন, খেলাধুলা, সংস্কৃতি চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। বন্ধের দিন শুক্রবার সবার ছুটি থাকলেও কোচিং বাণিজ্যের কারণে সেদিন থেকেও রেহাই পাচ্ছে না শিক্ষার্থীরা।

বক্তারা অবিলম্বে এ শহরের অবৈধ কোচিং বাণিজ্য ব্যাবসা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad