ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণে ৩ ভাই-বোন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণে ৩ ভাই-বোন আহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়ে তিন ভাই-বোন আহত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো-দুবলা গ্রামের বজলু মিয়ার ছেলে সাইফুল (১২), মেয়ে মুক্তা (১০) ও মাহমুদা (৮)।

তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, দুবলা গ্রামে বিকেলে খেলার সময় ওই তিন শিশু একটি ককটেল কুড়িয়ে পায়। এরপর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ককটেলটি রেললাইনের উপর রেখে পাথর দিয়ে আঘাত করলে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে তিন শিশু আহত হয়।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়।   ঘটনাস্থলে ককটেল কীভাবে এলো তা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।