ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভোলার মেঘনায় দস্যুদের হামলা, ৮ জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
ভোলার মেঘনায় দস্যুদের হামলা, ৮ জেলে অপহরণ

ভোলা: ভোলার মেঘনায় জেলে ট্রলারে হামলা চালিয়ে অস্ত্রের মুখে ৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে মাঝের চর সীমানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

অপহৃতদের মধ্যে প্রাথমিকভাবে ইউসুফ, স্বপন ও রহিমের নাম জানা গেছে। এছাড়া বিল্লাল ও আব্বাসের ট্রলারের মাছসহ অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে গেছে বলেও জানা গেছে।

ইলিশা মাছ ব্যবসায়ী মো. মিলনসহ অন্যরা জানায়, সোমবার দিবগত রাতের দিকে জেলেরা মেঘনায় ইলিশ শিকার করছিলো। এ সময় একদল দস্যু জেলেদের ৮টি ট্রলারে হামলা চালিয়ে ৮ জনকে অপহরণ করে নিয়ে যায়। দস্যুদের প্রতিহত করতে চাইলে জেলেদের বেদম মারধর করে তারা।
 
ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. বশির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই দস্যুদের উপদ্রপ বেগে যাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।