ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেনারেটরের গ্যাসে অসুস্থ ৩ বিক্রয়কর্মী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
জেনারেটরের গ্যাসে অসুস্থ ৩ বিক্রয়কর্মী

ঢাকা: রাজধানীর গুলিস্তানের হল মার্কেটে অবস্থিত অ্যাপেক্স গ্যালারি শো-রুমের বৈদ্যুতিক জেনারেটরের নির্গত গ্যাসে তিন বিক্রয়কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা হলেন- রুবেল মিয়া (২৫), তরিকুল (২৪) ও শামীম হোসেন (২৩)।

অসুস্থ রুবেল বাংলানিউজকে জানান, তারা ওই শো-রুমের বিক্রয়কর্মী। দুপুরে শো-রুমে বিদ্যুৎ সংযোগ না থাকায় জেনারেটর চালু করা হয়। অাস্তে আস্তে আমরা তিনজনসহ অনেকে অসুস্থ হয়ে পড়ি। পরে পাশের শো-রুমের লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে আনেন।

তাদের ধারণা বৈদ্যুতিক জেনারেটরের নির্গত গ্যাসের কারণে তারা অসুস্থ হয়েছেন।

ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।