ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে বিশাল আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ময়মনসিংহে বিশাল আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসনের ময়মনসিংহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে

ময়মনসিংহ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে ময়মনসিংহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর সার্কিট হাউজ মাঠ থেকে বের হওয়া এ শোভাযাত্রার নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, ময়মনসিংহ র‍্যাব-১৪'র কমান্ডিং অফিসার লে. কর্ণেল শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর যুবলীগ সভাপতি শাহীনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান অতিথিদের নিয়ে প্রথমে সার্কিট হাউজ মাঠের উত্তর অংশে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে নগরীর সার্কিট হাউজ মাঠ থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রাটি নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড় মোড় ঘুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচুড়া এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় নগরীর মোড়ে মোড়ে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টার জন্য থমকে যায় ময়মনসিংহ।

শোভাযাত্রায় নগরীর ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

আনন্দ শোভাযাত্রা শেষে বিকেল ৩টায় টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্র 'ওরা এগারো  জন' প্রদর্শিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ