ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না'গঞ্জে ৭ই মার্চের স্বীকৃতি উদযাপনে আনন্দ শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
না'গঞ্জে ৭ই মার্চের স্বীকৃতি উদযাপনে আনন্দ শোভাযাত্রা না'গঞ্জে আনন্দ শোভাযাত্রায় শ্রেণী-পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উদযাপনে নারায়াণগঞ্জে আনন্দ শোভাযাত্রা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চাষাঢ়া গোল চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক হয়ে প্রেসক্লাব ঘুরে চাষাঢ়া শহীদ মিনারে এসে সমাপ্ত করে।

শোভাযাত্রায় নারায়াণগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সব সরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের জেলা ও মহানগরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসেনে আরা বাবলী, জেলা প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নাসিকের সিইও নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।