ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, ট্রেনচালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
গাজীপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, ট্রেনচালক নিহত ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রেনের ইঞ্জিন; ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সহকারী ট্রেনচালক নূর আলম শরীফ (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এ ঘটনা ঘটে। চালক নূর আলম শরীফ ফরিদপুরের নগরকান্দা থানার শষা এলাকার মৃত মমিন শরীফের ছেলে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এসএম রকিবুল হক বলেন, ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের বক্তারপুর এলাকায় রেলক্রসিংয়ে এসে একটি ট্রাক বন্ধ হয়ে যায়। এসময় লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেন ট্রাকের কাছাকাছি পৌঁছালে চালক ও হেলপার ট্রাক থেকে নেমে পালিয়ে যান। সেসময় ট্রাক ও ট্রেনের ধাক্কা লাগে। ঘটনাস্থলে ট্রেনের সহকারী চালক শরীফ মারা যান। নিহতের মরদেহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনা কবলিত ট্রেন।  ছবি: বাংলানিউজতিনি আরও বলেন, এ ঘটনায় ট্রেনের সামনের অংশ এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। তবে ট্রেনটি লাইচ্যুত হয়নি। ফলে কোনো যাত্রী হতাহত হননি। ঘটনার পর ওই লাইনে ট্রেন চলচল বন্ধ থাকে। পরে সকালে উদ্ধারকারী দল ট্রেনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সকালে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ইঞ্জিনিয়ার আশিষ ময়নাতদন্ত ছাড়াই কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ নিয়ে যান।  

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুন নাহার জানান, ভোর সোয়া ৫টার দিকে সহকারী ট্রেন চালক নূর আলম শরীফকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭/আপডেট ১০১৬ঘণ্টা
আরএস/জেএম/আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।