ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে গুলিবিদ্ধ ‘ডাকাতের’ মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
খিলগাঁওয়ে গুলিবিদ্ধ ‘ডাকাতের’ মৃত্যু প্রতীকী ফাইল ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় পুলিশের সঙ্গে কথিত গুলি বিনিময়কালে আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম বিল্লাল (৪৫)।  পুলিশের দাবি, নিহত ব্যক্তি একটি ডাকাত দলের সদস্য।  

বৃহস্পতিবার দিনগত রাত তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার এস আই নাগেন্দ্র কুমার দাস বাংলানিউজকে বলেন, আনুমানিক রাত দুইটার দিকে শেখের জায়গা এলাকায় কয়েকজন ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়।

এসময় বিল্লাল (৪৫) নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়। বিল্লালকে (৪৫) রাত তিনটার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেন, এস আই নাগেন্দ্র কুমার।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৪,২০১৭
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।