ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে জেলে নৌকা বহরে গণডাকাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বঙ্গোপসাগরে জেলে নৌকা বহরে গণডাকাতি

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা থেকে ২শ’ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে জেলে নৌকা বহরে গণডাকাতির খবর পাওয়া গেছে। বৃহস্পবতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে শুরু হওয়া এ ডাকাতি দুপুর পর্যন্ত চলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সকাল ১১টার দিকে পাথরঘাটা থেকে ২শ কিলোমিটার দক্ষিণে জেলেদের নৌকা বহরে ডন ও রাজু বাহিনীর সশস্ত্র দস্যুরা ডাকাতি শুরু করে। এসময় তারা অন্তত আটজন মাঝিকে অপহরণ করেছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বঙ্গোপসাগরের নিজামপুর ও পায়রা বন্দর স্টেশনের কোস্টগার্ড সদস্যরা অপহৃতদের উদ্ধারের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।