ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে পঁচা ডিমে পাউরুটি তৈরির অপরাধে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
মাধবপুরে পঁচা ডিমে পাউরুটি তৈরির অপরাধে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে পঁচা ডিম দিয়ে পাউরুটি তৈরিসহ বিভিন্ন অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকলেছুর রহমান ভোক্তা অধিকার আইনের আওতায় এ জরিমানা করেন।

তিনি বাংলানিউজকে জানান, পঁচা ডিম দিয়ে পাউরুটি তৈরি করায় মাধবপুর বাজারের বন্ধন বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে একটি রেস্টুরেন্টকে দু্ই হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে এক হাজার এবং ওজনে কম দেওয়াসহ একাধিক অপরাধে গ্রিন অ্যাগ্রো নামে একটি পোল্ট্রি ফিডের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।