ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৭ মার্চের ভাষণের ওপর কাপ্তাইয়ে কুইজ প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
৭ মার্চের ভাষণের ওপর কাপ্তাইয়ে কুইজ প্রতিযোগিতা

রাঙামাটি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ড ডুকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি লাভ করায় রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা তথ্য অফিসের আয়োজনে স্কুল মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুব হাসান বাবু, উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদল দে, শিক্ষক মো. হারুনুর রশিদ, শিক্ষক মো. মফিজুর রহমান প্রমুখ।

এ প্রতিযোগিতায় স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।