ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
মৌলভীবাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ১ আহত নজরুল

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর পতনগ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদের হামলায় বাড়ির কেয়ারটেকার নজরুল ইসলাম (৪৮) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে ব্যবসায়ী খসরু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নজরুল মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

খসরু মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, ৮/১০ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত তালা ভেঙে ঘরে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। একপর্যায়ে তারা বাড়ির কেয়ারটেকার নজরুলের মাথায় কোপ দেয়। এরপর তারা ১০ ভরি সোনা গহনা, নগদ ২০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনসহ প্রায় চার লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।  

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বাংলানিউজকে জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।