ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
গাংনীতে ইটভাটা মালিককে জরিমানা

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে কাঠ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন এ জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

দণ্ডপ্রাপ্ত ইটভাটা মালিক মফিজুল ইসলাম গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি বাঁশবাড়িয়া-চিৎলার মাঠের ভাই ভাই ব্রিকসের মালিক।

দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন করায় ভাটা মালিক মফিজুল ইসলামকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিদর্শক কমল কুমার বর্মণ ও গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) সুফল কুমার।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।