ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে মাদক মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বরিশালে মাদক মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় সাখাওয়াত হোসেন ওরফে শাকিল মোল্লা নামে এক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শাকিল মোল্লা বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাবুল মোল্লার ছেলে।

বুধবার (২২ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদিপ্ত দাস এ কারাদণ্ড দেন।

 

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৮ মে চরকাউয়া ইউনিয়নের ‘চরকাউয়া মামুন ব্রাদার্স’ এর সামনে থেকে শাকিলকে ৮শ’ ৯২ পিস ইয়াবাসহ শাকিলকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে ওই দিনই ডিবির উপ পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

একই বছরের ১৯ জুন ডিবির এসআই আবুল কালাম আজাদ আদালতে চার্জশিট জমা দেন। পরে মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালতের বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।