ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নবান্ন উৎসব উপলক্ষে কলাপাড়ায় র‌্যালি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
নবান্ন উৎসব উপলক্ষে কলাপাড়ায় র‌্যালি  নবান্ন উৎসব উপলক্ষে কলাপাড়ায় র‌্যালি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানে সামনে রেখে বরিশালের কলাপাড়ায় ১৯তম ‘জাতীয় নবান্ন উৎসব ১৪২৪’ উদ্‌যাপিত হয়েছে।

গুরুচাঁদ মতুয়া মিশন কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় নাচনাপাড়া কালী মন্দিরের সামনে ধান কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।  

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়।

ৠালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালী মন্দিরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুলচন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভির, জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাতে হরিনাম সংকীর্তন ও কবি গানের আয়োজন করা হয়েছে। দুই দিনের এ অনুষ্ঠানে মতুয়া মিশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।