ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

মেহেরপুর: মেহেরপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নবীনগর খালপাড়া থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মেসবাউর দারাইন বাংলানিউজকে জানান, ভারত থেকে ফেনসিডিলের একটি চালান নবীননগর খালপাড়ায় আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad