ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে ইউসিসিএ কর্মচারীদের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
লক্ষ্মীপুরে ইউসিসিএ কর্মচারীদের স্মারকলিপি ইউসিসিএ কর্মচারীদের স্মারকলিপি প্রদান

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডর (বিআরডিবি) অধিভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা বিআরডিবি কার্যালয়ের উপ-পরিচালকের মাধ্যমে বিআরডিবি’র মহা-পরিচালক বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন লক্ষ্মীপুর জেলা শাখার নেতারা এ স্মারকলিপি দেন।

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমসহ জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও সদর উপজেলার ইউসিসিএ’র কর্মচারীরা।

স্মারকলিপিতে চাকরি জাতীয়করণ, বিআরডিবি’র ৪৪তম সভার সিন্ধান্ত বাস্তবায় ও অবসর প্রাপ্ত কর্মচারীদের সব সুবিধা নিশ্চিত করণসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।