ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রসিক নির্বাচন সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনীই যথেষ্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
রসিক নির্বাচন সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনীই যথেষ্ট স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) ও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ অন্যরা/ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সেনাবাহিনী নামানোর এখনও কোনো সিদ্বান্ত হয়নি। রংপুরে নির্বাচন সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনীই যথেষ্ট। 

বুধবার (২২ নভেস্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে সাভারের ভোটারদের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা দরকার নির্বাচন কমিশন তাই করবে।

এ কার্ডের মাধ্যমে ২২টি সেবা পাওয়া যাবে। কালক্রমে সব কাজে এ কার্ড প্রয়োজন হবে। দেশের সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নসহ ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দিতে এ কার্ড সহায়ক ভূমিকা রাখবে।  

স্মার্টকার্ড বিতরণে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দীন আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞাসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।