ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাল মাস্টার গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাল মাস্টার গ্রেফতার জামাল উদ্দিন (ফাইল ফটো)

সিলেট: মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের জামাল উদ্দিন ওরফে জামাল মাস্টারকে (৬৫) সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) সিলেট মহানগরীর উপ-শহর বি ব্লকের ৮ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করে সিএমপি’র শাহপরান থানা পুলিশ।  

জামাল উদ্দিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লোগাও গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে জানান, জামাল মাস্টার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় (মিস কেস নম্বর-০৫/২০১৭) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি পলাতক ছিলেন।

তাকে যথাসময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এনইউ/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ