ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলগঞ্জে ২ শিক্ষকসহ ৩ জনের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
কমলগঞ্জে ২ শিক্ষকসহ ৩ জনের জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা কেন্দ্রে নিয়ম অমান্য করে ঢোকার দায়ে দুই শিক্ষক ও এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হকের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- শিক্ষক জুয়েল আহমদ, শারমিন আক্তার ও ব্যবসায়ী লুৎফর রহমান।

ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, পরীক্ষার প্রথমদিন থেকে নিয়ম অমান্য করে ওই দুই শিক্ষক ও এক ব্যবসায়ী কেন্দ্রে প্রবেশ করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে তাদের পরীক্ষা কেন্দ্রে পাওয়া যায়। এসময় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক জুয়েল এবং শারমিনকে ১০ হাজার টাকা করে ২০ টাকা ও ব্যবসায়ী লুৎফরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় কেন্দ্র সচিব এমএ আজিজকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।