ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৬৬৭ কর্মচারীকে নিয়মিত করার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
২৬৬৭ কর্মচারীকে নিয়মিত করার দাবি

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাচাইকৃত দুই হাজার ৬৬৭ জন কর্মচারীকে নিয়মিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

মঙ্গলবার (২১ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকে এ দাবি জানানো হয়।
 
বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান।

বৈঠকে ইউনিয়নের নেতারা ৭টি দাবি উত্থাপন করেন। এর মধ্যে ২৬৬৭ জন কর্মচারীকে নিয়মিত করার দাবি ছাড়াও ৪৩৯২ জন ওয়ার্ক চার্জড কর্মচারীকে নিয়মিত করতে হবে, কর্মচারীদের নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করতে হবে, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী দৈনিক মজুরি নির্ধারণ করা, যথাসময়ে পদোন্নতি, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাংগঠনিক কাঠামো প্রণয়ন, চাকরি বয়সসীমা ৬২ করা এবং পেনশন ও অনুদানের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২১,২০১৭
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।