ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকসহ নেত্রকোনায় ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
মাদকসহ নেত্রকোনায় ৩ বিক্রেতা আটক আটক তিন মাদক বিক্রেতার একজন। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ নেত্রকোনায় তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- কলমাকান্দা উপজেলার বেলতলী গ্রামের সজল সরকারের ছেলে অঞ্জন সরকার (২২), জেলা শহরের ইসলামপুর এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে মো. আসলাম (৫৫) ও সদর উপজেলার আদপুর গ্রামের এংরাজ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৫)।  

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বাংলানিউজকে জানান, পৃথক অভিযানে আটক এই তিন মাদক বিক্রেতার কাছ থেকে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

 

আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২১ম ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।