ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হাজতি আব্দুল গনি হাওলাদারের (৭০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার হত্যা মামলার আসামি এবং একই উপজেলার পশ্চিম রতনপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা।

জানা গেছে, আপন ভাতিজা হত্যা মামলার আসামি আব্দুল গনি। দীর্ঘদিন পলাতক থাকার পরে বেশ কিছুদিন আগে জামিন আবেদন করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, আব্দুল গনি শ্বাসকষ্ট, হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।  

গত ১৮ নভেম্বর তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ওইদিন দুপুরে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

মৃত হাজতির স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।