ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আরএমপিতে ৮ থানা, ময়মনসিংহে সিটি করপোরেশনের প্রস্তাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আরএমপিতে ৮ থানা, ময়মনসিংহে সিটি করপোরেশনের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এলাকায় নতুন আটটি পুলিশি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একইসঙ্গে নতুন বিভাগ ময়মনসিংহে সিটি করপোরেশনের প্রস্তাব করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত নিকার সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নতুন আটটি পুলিশি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ময়মনসিংহ পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাবে নিকার সভায় সিটি করপোরশেন আকারে আবার প্রস্তাব আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, যেহেতু বিভাগ হয়ে গেছে, এখন সিটি করপোরেশন হয়ে যাবে। এজন্য প্রস্তাবটি সিটি করপোরেশন আকারে আনতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমআইএইচ/এএ

শিল্প শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ