ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

রংপুর ও গাজীপুর মহানগরী পুলিশ আইন অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৯, নভেম্বর ২০, ২০১৭
রংপুর ও গাজীপুর মহানগরী পুলিশ আইন অনুমোদন

ঢাকা: রংপুর মহানগরী পুলিশ আইন এবং গাজীপুর মহানগরী পুলিশ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (২০ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইন দু’টির অনুমোদন দেওয়া হয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।


 
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি বলেন, বরিশাল ও সিলেটের মতো রংপুর ও গাজীপুর মহানগরী পুলিশ আইন করা হয়েছে। পুলিশকে ছয়টি দায়িত্ব দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।