ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মাদ্রাসা ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
রাজধানীতে মাদ্রাসা ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তানের একটি মাদ্রাসা থেকে আব্দুর রহমান জিদান (১১) নামে এক ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) ভোরে ওই এলাকার মদিনাতুল উলুম হাফিজিয়া নামে একটি মাদ্রাসা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

জিদান ওই মাদ্রাসার হাফিজি বিভাগের ছাত্র এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাফিজ উদ্দিনের ছেলে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল আলম বাংলানিউজকে জানান, ভোরে মাদ্র্রাসার শিক্ষকদের খবরের ভিত্তিতে ওই ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মাদ্রাসার ভেতরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে রেখে গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।