ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজনগরে আত্মহত্যার প্ররোচনার দায়ে এক ব্যক্তি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
রাজনগরে আত্মহত্যার প্ররোচনার দায়ে এক ব্যক্তি গ্রেফতার রাজনগরে আত্মহত্যার প্ররোচনার দায়ে গ্রেফতার চেরগ বখত/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক তরুণীকে আত্মহত্যার প্ররোচনার দায়ে চেরগ বখত (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।  

চেরাগ বখত্ মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ গ্রামের মৃত মুক্তার বখত এর ছেলে।

 

রাজনগর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার ৭নং কামারচাক ইউপির খাস প্রেমনগর গ্রামের গফ্ফার মিয়ার মেয়ে রেহেনা বেগমকে (১৯) ছেলের বউ করার প্রলোভন দেখিয়ে  যৌতুক দাবি করেন চেরাগ বখত। মেয়ের পরিবার যৌতুক দিতে অপারগ হওয়ায় বিয়ে ভাঙার হুমকি দিলে রেহেনা অভিমান করে আত্মহত্যা করেন। এ ঘটনায় চেরাগ মিয়ার ছেলে রিপন বখতকে আসামি করে থানায় মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।