ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
যশোরে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক দুই মাদক বিক্রেতা, ছবি: বাংলানিউজ

যশোর: যশোর সদর উপজেলায় দেড়শ' বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চুড়ামনকাঠি উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের কহেন বিশ্বাসের ছেলে একরামুল (২৪) ও একই গ্রামের সিরাজ সরদারের ছেলে ফিরোজ সরদার (৩০)।

র‌্যাব-৬  (যশোর ক্যাম্পের) কমান্ডার মেজর জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চুড়ামনকাঠি উত্তরপাড়ায়

অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ দু'জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করেছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।