ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঙ্গলবার ঢাকা আসছেন কানাডার উন্নয়ন মন্ত্রী  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
মঙ্গলবার ঢাকা আসছেন কানাডার উন্নয়ন মন্ত্রী  

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে এবার ঢাকা সফরে আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মারি ক্লদ বিবিউ। তিনদিনের সরকারি সফরে মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। 

রোববার (১৯ নভেম্বর) ঢাকাস্থ কানাডা হাইকমিশনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, প্রথমবারের মতো বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সরেজমিনে দেখতে ঢাকায় আসছেন কানাডার উন্নয়ন মন্ত্রী।

সফরকালে তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গাদের পরিস্থিত পরিদর্শনে যাবেন। ওই সময় রোহিঙ্গা নারীদের কাছ থেকেও শুনবেন রাখাইনে নির্যাতিত হয়ে দেশহীন হওয়ার বর্ণনা।  

এছাড়া সরকারের মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।  

সফর শেষে ২৩ নভেম্বর মন্ত্রী বিবিউ’র ঢাকা ত্যাগ করার কথা।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
কেজেড/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ