ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে বিড়ি শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
কিশোরগঞ্জে বিড়ি শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ কিশোরগঞ্জে বিড়ি শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

কিশোরগঞ্জ: বিড়ি শিল্প বন্ধের ষড়যন্ত্র এবং বৈষম্যমূলক শুল্ক নীতির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিড়ি শিল্পের সঙ্গে প্রায় ২০ লাখ নারী-পুরুষের কর্মসংস্থান জড়িত।

এ শিল্প যদি বন্ধ করে দেওয়া হয় তবে অনেক পরিবার বেকার হয়ে যাবে। বিটিশ আমেরিকান কোম্পানি টোবাকো’র চক্রান্ত এটি। বর্তমানে যেভাবে সিগারেটের দাম বৃদ্ধি পাচ্ছে, এ অবস্থায় বিড়ি শিল্প না থাকলে গ্রামের এবং সাধারণ মানুষের পক্ষে ধূমপান করা কষ্টকর হয়ে পড়বে।  

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বিড়ি শ্রমিক ফেডারেশন ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক এমকে বাঙ্গালী, কেন্দ্রীয় নেতা মসিউর রহমান শাহীন আবুল হাসনাত বাবুল, নজরুল ইসলাম, আব্দুস সাত্তর ও রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।