ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বদরগঞ্জে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
বদরগঞ্জে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ-ছবি-বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। 

রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  

এসময় ৭৫টি কাঁচা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এতে রেলওয়ের ১৯০ একর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়।  

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার রেজুআনুল হক, সার্কেল অফিসার (রাজস্ব) গোলাম মোস্তফা ও কানুনগো মোস্তাফিজুর রহমান।  

বদরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল মাজেদ জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।