ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহ ডিসি ফুডের ফেসবুক থেকে টাকা চেয়ে প্রতারণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
ময়মনসিংহ ডিসি ফুডের ফেসবুক থেকে টাকা চেয়ে প্রতারণা

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) সাইফুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বাংলানিউজকে বলেনব, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দিনভর ফ্রেন্ডলিস্টে থাকা বিভিন্ন বন্ধুদের কাছে বিভিন্ন অংকের টাকা চাওয়া হয়। ফেসবুকের মাধ্যমে এই প্রতারণায় তিনি বিব্রত হচ্ছেন।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত। তাদের শনাক্ত করতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনা হবে। পুলিশ ইতোমধ্যেই তৎপরতা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ