ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে জাল টাকাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
রাঙামাটিতে জাল টাকাসহ আটক ১

রাঙামাটি: রাঙামাটিতে জাল টাকাসহ ফখরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে বনরূপা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, দুপুরে বনরূপা হাট বাজারে ফখরুল ক্রেতা সেজে জাল টাকা দিয়ে বনরূপা বাজারের ব্যবসায়ী সুশান্তি চাকমার কাছ থেকে কমলা কেনার সময় জাল টাকা শনাক্ত করেন তিনি।

এ সময় স্থানীয়দের সাহায্যে ফখরুলকে ধরে বনরূপা এলাকার ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।  

পরে ব্যবসায়ী সমিতির নেতারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ফখরুলকে আটক করে নিয়ে যায়। তার কাছ থেকে ৯ হাজার ৫শ টাকার জাল নোট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বাংলানিউজকে বলেন, আটক ফখরুলের বিরুদ্ধে রাতে থানায় একটি জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
জিপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।