ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার্থী ৩৬৬১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
কুষ্টিয়ায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার্থী ৩৬৬১৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার ৯৪টি কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ নেবে ৩৬৬১৫ জন শিক্ষার্থী।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা বাংলানিউজকে বিষয়টি জানান।

আনন্দ কিশোর সাহা জানান, রোববার (১৯ নভেম্বর) সারাদেশে একযোগে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণির পিএসসি পরীক্ষা।

এবার কুষ্টিয়ার ছয়টি উপজেলার ৯৪টি কেন্দ্র থেকে ৩৬ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে ইবতেদায়ির এক হাজার ৮৩০ জন পরীক্ষার্থী। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।