ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশু আইন বাস্তবায়নের লক্ষে বরিশালে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
শিশু আইন বাস্তবায়নের লক্ষে বরিশালে সভা শিশু আইন বাস্তবায়নের লক্ষে হোটেল গ্রান্ড পার্কে সভা অনুষ্ঠিত

বরিশাল: শিশু আইন-২০১৩ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বরিশালে বিভাগীয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ নভেম্বর) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ’র আয়োজনে নগরের হোটেল গ্রান্ড পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।  

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে সুপ্রিমকোর্টের বিচারপতি মোহাম্মদ এম ইমান আলী ভিডিও কনফারেন্সে অংশ নেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন- বিচারপতি শেখ হাসান আরিফ, বরিশাল রেঞ্জের পুলিশের উপ- মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম। , পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান, ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ ক্রিটিনা ও বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহম্মেদ।  

এছাড়াও সভায় বিভাগের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আইন বিভাগ ও সমাজসেবা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।