ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
বরিশালে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বরিশাল: বরিশাল নগরের পুরানপাড়া এলাকায় চার যুবকে মারধর করে সঙ্গে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের পুরানপাড়া মহামায়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এঘটনায় আহত স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শান্ত বাংলানিউজকে জানায়, তারা চারজন মিলে মোটরসাইকেল যোগে লাকুটিয়া জমিদার বাড়িতে ঘুরতে যায়।

সেখান থেকে ফেরার পথে পুরানপাড়া মহামায়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছালে অপরিচিত কয়েকজন ‍যুবক তাদের গতিরোধ করেন।

এসময় তাদের মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে স্থানীয়দের সহায়তায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তানিম, সৌরভ ও মহসিন নামে তিনজন চলে গেছেন।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলা‌দেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ