ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে শানটিং-এর সময় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

সন্ধ্যা ৭টার দিকে স্টেশনের অদূরে বাঘমারা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানান কেবিন স্টেশন মাস্টার লাবণী আক্তার আঁখি।

এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্টেশনে ভৈরব ও জারিয়া লোকাল ট্রেন আটকা পড়েছে।

তিনি জানান, স্টেশনের ওয়াশফিড থেকে শানটিং-এর সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম জানান, রেলওয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্ট উদ্ধার কাজ করছে। কাজ প্রায় শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে লাইনটি সচল হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।