ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাটুরিয়ায় আনিস হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
সাটুরিয়ায় আনিস হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন বিচার দাবিতে মানববন্ধন-ছবি-বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় অটোরিকশা চালক আনিসুর রহমান আনিস (৩০) হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী প্রদর্শক, আনিসুর রহমানের বড় ভাই নাছির হোসেন, ধানকোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক, অ্যাডভোকেট সেলিম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হোসেন, গোলড়া বাসস্ট্যান্ড অটোরিকশা মালিক সমিতির সভাপতি হুকুম আলী প্রমুখ।

আনিসুরের বড় ভাই নাছির অভিযোগ করেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেন, আনিসুরের শ্বশুর আব্দুস সোবহান, স্থানীয় বাবু মিয়া, আলমগীর হোসেনসহ আরও বেশ কয়েকজন ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মনোয়ার মেম্বার আনিসুরের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। আনিস হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন তিনি।

গত ২৯ অক্টোবর আনিসুরের শ্বশুর তার লোকজন নিয়ে আনিসকে পিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় মরদেহ নিয়ে গ্রামবাসী মানববন্ধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।