ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে ৪০ মণ পলিথিন জব্দ, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
গৌরনদীতে ৪০ মণ পলিথিন জব্দ, আটক ১ ফাইল ছবি

বরিশাল: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৪০ মণ পলিথিন জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এসময় বাসচালক ফরিদুল ইসলামকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে যাত্রীবাহী বাস থেকে এ পলিথিন জব্দ করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বাংলানিউজকে বলেন, আশোকাঠি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে চেকপোস্ট চালাকালীন সূর্যমূখী নামক বাসে তল্লাশি চালিয়ে পলিথিন জব্দ করা হয়।

পাশাপাশি বাসচালক ফরিদুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক চালককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।