ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলবাড়ী সীমান্তে পাঁচ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
শিমুলবাড়ী সীমান্তে পাঁচ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ শিমুলবাড়ী সীমান্তে জব্দকৃত ভারতীয় প্রসাধনী/ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলার শিমুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যর ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে সীমান্তবর্তী শালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ প্রসাধনীগুলো জব্দ করে শিমুলবাড়ী বিজিবি ক্যাম্পের টহলদল।

লালমনিরহাটস্থ ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রামের শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক বাংলানিউজকে জানান, ওই এলাকার কয়েকজন চোরাকারবারী দুইটি ইজিবাইকযোগে ভারতীয় প্রসাধনী সামগ্রী নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলো।

এসময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে ইজিবাইক ফেলে পালিয় যায় তারা। পরে ইজিবাইক থেকে ভারতীয় উন্নতমানের শ্যাম্পু, ট্যালকম পাউডার, বডি লোশন, বেবি লোশন, অলিভ অয়েল, বেবি অয়েলসহ প্রায় পাঁচ লাখ টাকার প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত প্রসাধনীগুলো জয়মনিরহাট কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলেও জানান সুবেদার ফজলুল হক।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।