ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফেসবুকে ইভেন্ট খুলে টিএসসিতে রাতে আড্ডা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ফেসবুকে ইভেন্ট খুলে টিএসসিতে রাতে আড্ডা টিএসসিতে রাতে আড্ডা/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় চায়ের দোকান বন্ধের প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Tea Party after 8pm at TSC’ নাম দিয়ে ইভেন্ট খুলে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় তারা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে এ কর্মসূচি পালন করে তারা।


 
এ সময় শিক্ষার্থীরা টিএসসিতে নিজেরা টাকা দিয়ে একটি দোকানে চা তৈরি  করায় ও গিটার নিয়ে গানের আসর বসায়।

কর্মসূচির আহ্বায়ক ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র ওয়াসিম রাফি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একবার টিএসসির সময় নির্ধারণ করে দিয়েছিল। প্রতিবাদের মুখে সেটি প্রত্যাহার করে। এবার কোনো ধরনের আদেশ ছাড়াই চায়ের দোকান বন্ধ করে দিচ্ছে। এখানে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অবাধ চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমাদের ক্যাম্পাসে আমরাই থাকব। এটি একটি প্রতীকী প্রতিবাদ।

টিএসসিতে রাতে আড্ডা/ছবি: বাংলানিউজটিএসসির নৈশপ্রহরীরা জানান, শিক্ষার্থীরা রাত ৪টা পর্যন্ত ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালযের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, রাত ৮টায় দোকান বন্ধের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো আদেশ দেয়নি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।