ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ১

ভোলা: ভোলার বোরহানউদ্দিনের মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে গিয়াস (১৭) নামে এক জেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে আলিমুদ্দি এলাকায় মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াসের বাড়ি বাটামারা গ্রামে।

নিখোঁজরা হলেন- কামাল ও সিরাজ। এছাড়া মিজান ও সুক্কুরসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে মিজানসহ ছয় জেলে মেঘনায় ইলিশ শিকার করছিলো। এসময় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা তিন জেলে উদ্ধার হলেও বাকি তিন জেলেকে পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা গিয়াস নামে এক জেলের মরদেহ উদ্ধার করে। বাকিদের উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।