ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তাহিরপুরে ২৯৮ বোতল মদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
তাহিরপুরে ২৯৮ বোতল মদ জব্দ তাহিরপুরে ২৯৮ বোতল মদ জব্দ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর ও দোয়ারাবাজরের বোগলাবাজার সীমান্ত থেকে ২৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি- ২৮। এর আগে সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাসির উদ্দিন
আহমেদ বাংলানিউজকে জানান, বিরেন্দ্রনগরের সীমান্ত পিলার ১১৯৪/১-এস এর কাছ থেকে ২৭৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার মূল্য ৪ লাখ ১৭ হাজার টাকা হবে।

অপরদিকে বোগলাবাজারের সীমান্ত পিলার ১২২৮/৫-এস এর কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার মূল্য ৩০ হাজার টাকা হবে।

স্থানীয় থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।