ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
মাধবপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ওজনে কম দেয়া ও পচা বাসি মিষ্টি বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক ও হবিগঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. আল আমিন এ অভিযান পরিচালনা করেন।

আল আমিন বাংলানিউজকে বলেন, দুপুরে মাধবপুরের পৌর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় নোংরা পরিবেশ এবং পচা বাসি মিষ্টি ও প্যাকেটের ওজন বেশি হওয়ায় আদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, ওজনে কম দেয়ায় লক্ষ্মী কান্তির মাছের দোকানকে ৯শ’ টাকা, বিমল দাসের মাছের দোকানকে ১ হাজার ও ইমরান ব্রয়লারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, আদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিটি মিষ্টির প্যাকেটের ওজন ছিল ১৭৫ গ্রাম।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।