ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

থানচিতে ১৬ ও ১৭ নভেম্বর পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
থানচিতে ১৬ ও ১৭ নভেম্বর পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান: বান্দরবানের অন্যতম দৃষ্টিনন্দন উপজেলা থানচিতে বৃহস্পতি ও শুক্রবার (১৬ ও ১৭ নভেম্বর) দু’দিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সফরকে সামনে রেখে আবাসন সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কায় এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম।

তিনি জানান, শুক্র এবং শনিবার থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়ন সফর করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সেখানে কয়েকটি উন্নয়নমূলক কাজ উদ্বোধন করার কথা রয়েছে তার। এই সফরকে কেন্দ্র করে ওই এলাকায় যাতায়াতের একমাত্র বাহন ইঞ্জিন বোট এবং আবাসিক ব্যবস্থার সংকট দেখা দিতে পারে। তাই এমন আশঙ্কায় পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) থেকে পুনরায় স্বাভাবিকভাবে থানচির বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।