ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

ঢাকা: অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ জেনারেল ম্যানেজার কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সাইফ উদ্দিন সবুজকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ( ১৫ নভেম্বর) বিকেলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় তাকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় গত মাসের ১৯ অক্টোবর গ্রাহকের অর্থ-আত্মসাতের অভিযোগে একটি মামলা (নম্বর-৩৭) করা হয়।  

দুদক সূত্রে জানা যায়, সাইফ উদ্দিন সবুজ চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত গ্রাহকদের ৫ ল‍াখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নগদ গ্রহণ করেন। এমনকি তাদের জমার রশিদও দেন। কিন্তু ওই টাকা গ্রাহকদের হিসাবে জমা না করে নিজ স্বার্থে রেখে  তা আত্মসাৎ করেছেন তিনি।  

মামলাটির তদন্ত করছেন দুদক-এর ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫,২০১৭
এসজে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad