ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের কনডেম সেলে বন্দি আশরাফ আলী ওরফে মালেক (৪৭) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মারা যান তিনি। নিহত আশরাফ আলী বগুড়ার ধুনট থানার বড়চাপড়া এলাকার মৃত. আব্দুল জলিলের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, দুপুরে আশরাফ আলী বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

হত্যা মামলায় আশরাফ আলী ২০১২ সাল থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানান সিনিয়র জেল সুপার।

মৃত অবস্থায় বন্দি আশরাফ আলীকে হাসপাতালে আনা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭     
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।