ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে জেলা সদরের চন্দনী ইউনিয়নের কাবিলপুর গ্রামের একটি বাগান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে কাবিলপুর গ্রামে হারুনের ইউকালেক্টর গাছের বাগানে অভিযান চালানো হয়। এসময় বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তার ভেতর থেকে দু’টি একনালা বন্দুক, তিনটি ওয়ান শুটারগান, তিনটি চাপাতি, দু’টি রামদা ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।