ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতীয় ঋণে সংস্কার হচ্ছে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ভারতীয় ঋণে সংস্কার হচ্ছে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ ভারতীয় ঋণে সংস্কার হচ্ছে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ

ঢাকা: ভারতীয় ঋণে সংস্কার হচ্ছে বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশনের রেলপথ। এই পুনর্বাসন প্রকল্পের আওতায় বাধ, সেতু নির্মাণ, স্টেশন ভবন, প্লাটফরম, শেড নির্মাণ, লেভেল ক্রসিং, রেল লাইন সংস্কার করা হবে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে রেলভবনে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হকের উপস্থিতিতে প্রকল্পের চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের মহা-ব্যবস্থাপক (পূর্ব) মো. আ. হাই এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের কালিন্দী রেল নির্মাণের ভাইস প্রেসিডেন্ট ওভারসিস প্রজেক্ট শারদ শর্মা।  

বিকেলে রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ভারতের লাইন অব ক্রেডিট’র অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৪৪ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬৩৯ টাকা। এতে মোট ৪৪.৭৭ কিলোমিটার মেইন লাইন এবং ৭.৭৭ কিলোমিটার লুপ লাইন সংস্কার হবে। চুক্তির শর্ত অনুযায়ী ২৪ মাসের মধ্যে এসব কাজ সম্পন্ন করাতে হবে।  

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেন, দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন লাইন নির্মিত হচ্ছে। পুরোনো লাইন সংস্কার করা হচ্ছে। এছাড়া নতুন কোচ, ইঞ্জিন আনার মাধ্যমে সেবার পরিধি আরও বাড়ানো হচ্ছে।  

বর্তমান সরকার রেল খাতের প্রতি অধিক গুরুত্ব দিয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন করেছেন। ফলে আমরা নতুন প্রকল্প গ্রহন করতে পারছি। এ সরকারের আমলে অনেক প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে। অনেক প্রকল্প চলমান আছে। এগুলো শেষ হলে জনগণ রেলের মাধ্যমে আরও উন্নত সেবা পাবে।

রেলখাত এগিয়ে চলেছে। জনগণ এর সুফল পাচ্ছে। ভবিষ্যতে রেলখাত আরও এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।